TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনবে রাজ্য

বঙ্গ নিউস, ৫ জানুয়ারি, ২০২১ঃ এবার কৃষি আইনের বিরুদ্ধে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, খুব শীঘ্রই বিধানসভার অধিবেশনে কেন্দ্রের নয়া কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনা হবে। সমর্থনের জন্য৷ বাম-কংগ্রেসকে আহ্বান জানিয়েছেন মমতা।

কিছুদিন আগেই বিরোধী দলনেতা আবদুল মান্নান এবং বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী
কেন্দ্রের কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনতে মুখ্যমন্ত্রীর কাছে অধিবেশন ডাকার আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন।

আরও পড়ুন ট্রোলের মুখে বিজ্ঞাপন উঠিয়ে নিল ফরচুন সংস্থা

শুরু থেকেই কৃষি আইনের বিরোধিতায় সরব ছিল তৃণমূল। সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের সঙ্গে দু’দফায় ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রের তিন কৃষি আইন বাতিল হোক, এমনটাই চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন,” আমরা চেষ্টা করব যাতে সবাই মিলে প্রস্তাব পাশ করাতে পারি।”

প্রসঙ্গত, সোমবার কৃষকদের সঙ্গে সপ্তম দফার বৈঠকের পরেও সমাধান বের হয়নি৷ ফের ৮ জানুয়ারি বৈঠকে বসতে চলেছে উভয়পক্ষ।আইন প্রত্যাহার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি।
ইতিমধ্যেই কৃষক আন্দোলনে ৬০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।