TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

কর্মীর করোনা, বন্ধ হল সিএবি

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি)-এ এবার করোনা আতঙ্ক। একসপ্তাহের জন্য বন্ধ করা হল সিএবি-র দরজা। সংস্থার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চন্দন দাসের সংক্রমণ ধরা পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতার এক বেসরকারি হাসপাতালে এই ব্যক্তি চিকিৎসকসাধীন। প্রেস বিবৃতি জারি করে সিএবি বলেছে, “চুক্তিভিত্তিতে কর্মরত চন্দন দাস করোনা সংক্রামিত। শনিবার তাঁর সংক্রমণ ধরা পড়েছে। আপাতত তিনি চিকিৎসাধীন।”

আরও পড়ুন করোনা আক্রান্ত ‘বন্দে ভারত মিশন’ এর দায়িত্বপ্রাপ্ত বিধাননগরের ডিসি ট্রাফিক

জানা গিয়েছে, গত একসপ্তাহ অফিস আসনেনি চন্দন দাস। কিন্তু তাও ঝুঁকিহীন থাকতে চিকিৎসকদের পরামর্শে বন্ধ করা হয়েছে সিএবির দরজা। এই একসপ্তাহ সংস্থার সব ধরনের কর্মীকে অফিস আসতে বারণ করা হয়েছে।
সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া বলেন, “এই একসপ্তাহ সংস্থার সর্বত্র স্যানিটাইজ করা হবে। বিশেষ পর্যবেক্ষণে থাকবে সিভিল ইঞ্জিনিয়ার বিভাগ। সেই দফতরের অন্য কর্মীদেরও স্বাস্থ্যবিধি মেনে সতর্কতা অবলম্বনে হোম আইসোলেশনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।”

তাঁর দাবি, “সরকারি ভাবে সিএবিতে কাজ শুরু হয়নি ফিনান্স ও গুরুত্বপূর্ণ কিছু দফতর অত্যন্ত প্রয়োজনে খোলা হয়েছে।”