TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সেনা ক্যান্টিনে নিষিদ্ধ হচ্ছে বিদেশী সামগ্রী বিক্রি

বঙ্গ নিউস, ২৪ অক্টোবর, ২০২০ঃ  লাদাখে ভারত চিন সংঘর্ষের পরেই আত্মনির্ভরতার ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আত্মনির্ভরতার লক্ষে সেনাবাহিনীর ক্যান্টিনে বিদেশী সামগ্রী বিক্রির উপরে নিষেধাক্কা জারি করল মোদী সরকার। আধা সামরিক বাহিনীর ক্যান্টিনে আগেই বন্ধ হয়েছে বিদেশী সামগ্রী বিক্রি এবার সেনাবাহিনী ক্যান্টিনেও বন্ধ হতে চলেছে বিদেশী সামগ্রী বিক্রি।

আরও পড়ুন মৃত্যুর পর যেন সব সৃষ্টি ধ্বংস করা হয় , ইচ্ছাপ্রকাশ সুমনের

সেনা বাহিনীতে কর্মরত কর্মী, আধিকারিক থেকে শুরু করে অবসরপ্রাপ্ত কর্মীরা ও তাঁদের পরিবারের লোকেরা সেনা ক্যান্টিন থেকে স্বল্প মূল্যে নানা প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারে। গত ১৯ শে অক্টোবর কেন্দ্রের তরফে একটি নোটিশ জারি করে বলা হয়েছে দেশের চার জাহার সেনা ক্যান্টিনে বিদেশী পন্যের আমদানিতে নিষেধাক্কা জারি করা হয়েছে। প্রতিট শাখাকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে বিদেশি দ্রব্যের সরবরাহ বন্ধ করার জন্যে। নিত্যসামগ্রীর পাশাপাশি মদের উপরও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেনা ক্যান্টিনে খুব স্বল্প মূল্যে স্কচ পাওয়া যেত, কেন্দ্রের এই সিদ্ধান্তে মাথায় হাত পড়েছে সুরাপ্রেমীদের কারণ বিদেশী পন্য বন্ধ হলে স্কচ মিলবে না। তবে এই সিদ্ধান্তে ভারতীয় সংস্থাগুলি লাভবান হবে বলে মনে করা হচ্ছে।