TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

চেক পেমেন্টের নিয়ম বদল করতে চলেছে রির্জাভ ব্যাঙ্ক

কলকাতা, ২৮ সেপ্টেম্বরঃ  চেকের মাধ্যমে টাকা তুলতে গেলে এবার থেকে নতুন নিয়ম মেনে চলতে হবে। জালিয়াতি রুখতেই এই পদক্ষেপ নিতে চলেছে রির্জাভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে চালু হচ্ছে পজিটিভ পে সিস্টেম। এই ব্যবস্থায় ৫০ হাজার বা তার অধিক মূল্য চেকের মাধ্যমে তুলতে গেলে সই মেলানো ছাড়াও যাচাই করার অন্য পদ্ধতি অবলম্বন করতে পারে ব্যাঙ্ক। ৫ লাখ টাকার বা তার বেশি অঙ্কের চেক হলে পজিটিভ পে সিস্টেম বাধ্যতামূলক হতে পারে।

আরও পড়ুন রিয়ার বায়োপিকের চেষ্টায় বলিউড

কারও থেকে চেক নিয়ে জমা দিলেই আর পেমেন্ট পাবে না প্রাপক। চেক প্রদানকারী ব্যাক্তিকে ব্যাঙ্কের কাছে কিছু তথ্য দিতে হবে যেমন চেকের তারিখ, কার নামে চেক। এইসব তথ্য যাচাই করে তবেই গ্রাহকের একাউন্ট থেকে প্রাপকের একাউন্টে টাকা যাবে। এমনটাই নির্দেশ আরবিআই-এর। এছাড়াও চেক ট্রানজাকশন সিস্টেমে কোনো গড়মিল ধরা পড়লে ড্রয়ি ব্যাঙ্ক ও প্রেজেন্টিং ব্যাঙ্ক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ন্যাশানাল পেমেন্টেস কর্পোরেশন অব ইন্ডিয়া সব ব্যাঙ্ককেই পজিটিভ পেমেন্ট সিস্টেমের অন্তর্ভুক্ত করবে। আগামী বছর থেকে চালু হবে এই পরিষেবা। আরবিআই সমস্ত ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে গ্রাহকদের এই ব্যাপারে অবগত ও সচেতন করতে। পাশাপাশি লিখিত ভাবে ব্যাঙ্কের শাখা গুলিতে রাখতে বলা হয়েছে।