Home দেশ ১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে চেক পেমেন্টের নিয়ম

১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে চেক পেমেন্টের নিয়ম

by banganews

বঙ্গ নিউস, ১৩ ডিসেম্বর, ২০২০ঃ রিজার্ভ ব্যংক অফ ইন্ডিয়া, চেক পেমেন্টের ক্ষেত্রে ‘পজিটিভ পে সিস্টেম’ চালু করার কথা ঘোষণা করেছিলেন কিছু মাস আগেই। আগামী ১ জানুয়ারি, ২০২১ থেকে গ্রাহকদের সুরক্ষা বজায় রাখতে এবং জালিয়াতির ঘটনা রুখতেই এই নিয়ম চালু হবে৷

পজিটিভ পে সিস্টেম কী?

আরও পড়ুন ফের উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

এটি একটি অটোমেটেড টুল। চেক ক্লিয়ারেন্সের সময় চেক নম্বর, টাকা, অ্যাকাউন্ট পেয়ি-র নাম, এগুলি মিলিয়ে দেখা হয়।

নতুন নিয়মগুলি কী কী?

ইলেক্ট্রনিক মোডে SMS, মোবাইল অ্যাপ, ইন্টারনেট ব্যাংকিং অথবা ATM ব্যাবহার করে চেক জমা দেওয়া যাবে।

চেক ট্রাংকেশন সিস্টেম (সিটিএস)-এর মাধ্যমে সব তথ্য খতিয়ে দেখার সময় কোনও রকম অসঙ্গতি নজরে এলেই নেওয়া হবে পদক্ষেপ।

পজিটিভ পে-এর ফেসিলিটি অ্যাড করবে সিটিএস-এ,ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, এরপর, গ্রাহকরা ব্যাঙ্ক মারফত এই সুবিধা পাবে৷ ৫০,০০০ কিংবা তার বেশি পরিমাণ টাকা পাঠাতে হলে এই সিস্টেম মানতেই হবে। তবেই সেই চেক গ্রহণ করা হবে সিটিএস গ্রিডের ডিসপ্যুট রেজোলিউশন মেকানিজমের মাধ্যমে। ব্যাংকের তরফ থেকে গ্রাহকদের SMS, ইন্টারনেট ব্যাংকিং এবং ATM এ নোটিশ দিয়ে, জানানো হবে পজিটিভ পে সম্বন্ধে

You may also like

Leave a Reply!