TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বন্ধ হয়ে গেল চাপদানির ফেক্স ইউনিট, কর্মহীন ৮০০ শ্রমিক

জগদ্দল, ১৭ নভেম্বর, ২০২০ঃ ফের রাজ্যে বন্ধ হয়ে গেল আরও একটি কারখানা। কর্মহীন হয়ে পড়লেন ৮০০ শ্রমিক। কারখানা বন্ধের পিছনে নাম জড়াল বিজেপি সাংসদ অর্জুন সিংহয়ের। বেশ কয়েকদিন ধরেই বকেয়া টাকা নিয়ে আন্দোলনরত ছিলেন শ্রমিকরা। আজ সকালে কাজে যোগ দিতে এসে দেখে সাসপেনশন অফ ওর্য়াকের নোটিশ দিয়েছে এআই চাঁপদানি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফ্লেক্স ইউনিট। দীর্ঘদিন বাড়ানো হয়নি মজুরি। এনিয়ে বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করছিলেন শ্রমিকরা।

আরও পড়ুন শাকিবকে খুনের হুমকি দেওয়া যুবক গ্রেপ্তার

বকেয়া অর্থ আদায় ও মজুরি বৃদ্ধির দাবিতে গত ১৩ নভেম্বর থেকে উৎপাদন বন্ধ করে দেয় ফেক্স ইউনিটের শ্রমিকরা। এরপর ফাইন বিভাগের শ্রমিকরা গতকাল থেকে এই আন্দোলনে যোগ দেয়। আজ সকালে কাজে যোগ দিতে এসে শ্রমিকরা দেখে কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলছে। ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। কারখানার বাইরেই বকেয়া টাকার দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে শ্রমিকরা। ভাটপাড়ার তৃণমূল কনভেনার সোমনাথ শ্যাম অভিযোগ করেন কারখানায় অর্জুন সিং য়ের শেয়ার আছে। সাংসদের সঙ্গে জোট বেঁধে কারখানা বন্ধ করেছে কর্তৃপক্ষ। যদিও পাল্টা অর্জুন সিংয়ের দাবি শ্রমিকরা কারখানা কর্তৃপক্ষকে মারধর করায় জগদ্দল থানায় অভিযোগ জানানো হয়, কিন্তু কোনো ফল না পেয়ে ভয়ে কারখানা বন্ধ করেছে তারা।