বঙ্গ নিউস, ১৭ নভেম্বর, ২০২০ঃ কলকাতায় কালীপুজোর উদ্বোধন নিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট দলের অলরাউন্ডার শাকিব আল হাসানকে কুপিয়ে খুনের হুমকি দেয় বাংলাদেশের এক যুবক। অবশেষে মহসিন তালুকদার নামের সেই যুবককে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ , মঙ্গলবার দক্ষিণ সুনামগঞ্জ থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারির খবর নিশ্চিত করে র্যাব-৯ এর এএসপি কামরুজ্জামান ও সুনামগঞ্জ র্যাব কমান্ডার ফয়সাল আহমেদ।
আরও পড়ুন ফের লকডাউনে রাজি নন কেজরিওয়াল
সূত্রের খবর সিলেটের শাহপাড়ার বাসিন্দা মহসিন তালুকদার রবিবার মধ্যরাতে একটি ভিডিও বার্তায় শাকিবকে খুন করার হুমকি দেয়। পরে ভোরের দিকে মহসিন লাইভে এসে ভিডিওর জন্য ক্ষমা চেয়ে শাকিবকেও জাতির কাছে ক্ষমা চাওয়ার অনুরোধ জানায়। তবে শাকিবকে প্রাণনাশের হুমকি দেওয়ায় বিষয়টি গুরত্ব দিয়ে বিচার করে বাংলাদেশ পুলিশ। অন্যদিকে এই ঘটনায় মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন থানার এসআই মাহবুব মোর্শেদ। যদিও শাকিবের দাবি তিনি কলকাতার কালীপুজোর উদ্বোধনে যাননি। শুধুমাত্র আমন্ত্রিত হিসাবে কিছুক্ষণের জন্য গিয়েছিলেন। তবে সেই ঘটনায় ক্ষমা চেয়ে নিয়েছেন শাকিব।