TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

আবারও কেন্দ্রের প্রস্তাব ফেরালেন কৃষকরা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

দিল্লি, ১০ ডিসেম্বর, ২০২০ঃ আজ কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠক রয়েছে কৃষক সংগঠনের। এর আগে বুধবার কেন্দ্রের তরফে একটি খসড়া পাঠানো হয় কৃষকদের কাছে যেখানে কেন্দ্র প্রস্তাব দেয় নতুন কৃষি আইন নিয়ে সরকার সমস্ত ব্যাখ্যা দিতে রাজি। কৃষকদের স্বার্থে আইন সংশোধন করতে রাজি কিন্তু ফের কেন্দ্রের প্রস্তাব ফের ফিরিয়ে দিয়েছে কৃষক সংগঠন।

আরও পড়ুন কলকাতায় নাড্ডা, কৃষি আইনের প্রতিবাদে কালো পতাকা নাড্ডাকে

তাঁদের দাবি সংশোধন নয় কৃষি আইন প্রত্যাহার করতে হবে। এই দাবিতেই অনড় রইল কৃষক সংগঠন। এমনকি তারা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন এই দাবি না মানলে আগামী ১৪ ডিসেম্বরের মধ্যে ফের বৃহত্তর আন্দোলনে নামবে কৃষকরা। এদিকে সরকারের প্রস্তাব আসার আগে থেকেই সিঙ্ঘু সীমান্তে আন্দোলন করছে কৃষকরা। তাঁদের দাবি যতক্ষণ না কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ এই আন্দোলন চলবে।