Home কলকাতা কলকাতায় নাড্ডা, কৃষি আইনের প্রতিবাদে কালো পতাকা নাড্ডাকে

কলকাতায় নাড্ডা, কৃষি আইনের প্রতিবাদে কালো পতাকা নাড্ডাকে

by banganews

কলকাতা, ৯ ডিসেম্বর, ২০২০ঃ  দুদিনের কলকাতা সফরে এসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। হেস্টিংসয়ে বিজেপির কার্যালয়ে জেপি নাড্ডা পৌঁছাতেই তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে একদল জনতা। গাড়ি থেকে নামতেই গো-ব্যাক স্লোগান দেওয়া হয়। কৃষি আইনের প্রতিবাদ করে কালো পতাকা দেখানো হয় নাড্ডাকে। পাল্টা বিজেপির তরফে স্লোগান দেয় বিজেপি কর্মী সমর্থকরা।

আরও পড়ুন বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে হাসপাতালে মমতা বন্দ্যোপাধ্যায়, সবরকমের সাহায্যের আশ্বাস

জে পি নাড্ডা বেরিয়ে যেতেই দুপক্ষের মধ্যে বচসা বাধে। আজ বিজেপির ‘আর নয় অন্যায়’ কর্মসূচি প্রচারের লক্ষে শহরে এসছেন জে পি নাড্ডা। এছাড়াও হেস্টিংয়ে বিজেপির নতুন নির্বাচনী ওয়াররুম তৈরি হয়েছে। গোটা বাড়ি জুড়ে তৈরি হয়েছে আইটি সেল। সেই অফিসও উদ্বোধন করবেন জে পি নাড্ডা। কিন্তু হেস্টিংয়ে নতুন কার্যালয়ে পরিদর্শনে এসেই বিক্ষোভের মুখে পড়েন বিজেপির সর্বভারতীয় সভাপতি।

You may also like

Leave a Reply!