TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

করোনা ভাইরাসের সংস্পর্শেই জ্বলে উঠবে আগুন, আবিষ্কার হল নতুন মাস্ক

উন্নত প্রযুক্তিসহ নানান জিনিস আবিষ্কার করে তাক লাগিয়ে দেয় জাপান। আবারও তাদের আবিষ্কার অবাক করেছে গোটা বিশ্বকে। করোনা মহামারীতে বিপর্যস্ত গোটা পৃথিবী ক্রমাগত মুক্তির উপায় খুঁজে চলেছে। চলছে নানান পরীক্ষা নিরীক্ষাও। তার মধ্যেই এক যুগান্তকারী আবিষ্কার করল জাপান। করোনাভাইরাস আছে এমন বস্তুর সংস্পর্শে এলেই জ্বলে উঠবে মাস্ক। এমনই একটি মাস্ক তৈরি করেছেন জাপানের গবেষকরা। কিয়োটো পারফেকচারাল বিশ্ববিদ্যালয়ের গবেষকদের এই আবিষ্কার কোভিড মোকাবিলায় গেম চেঞ্জারের ভূমিকা নিতে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞমহল।

কী ভাবে কাজ করবে এই বিশেষ ধরণের মাস্ক?
তথ্যসূত্রে জানা গিয়েছে, মাস্কটিতে রয়েছে ফ্লুরোসেন্ট ডাই। যার ফলে করোনাভাইরাসের সংস্পর্শে এলেই সেটি জ্বলে উঠবে। ফ্লুরোসেন্টের পাশাপাশি এই মাস্কটিতে রয়েছে আরও একটি বিশেষ জিনিস। উটপাখির ডিমের অ্যান্টিবডি।

ভিকি-ক্যাটরিনা ছাড়াও রাজস্থানে বিয়ে করেছেন যেসব তারকারা

এদিকে, ক্রমশই বিশ্বজুড়ে বেড়ে চলেছে ওমিক্রনের সংক্রমণ। বুস্টার ডোজ নিয়েও রেহাই মিলছে না। এর মধ্যে এই মাস্কের আবিষ্কার নতুন করে আশার আলো দেখাবে বলেই মত গবেষকদের।