TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ নিখিলানন্দ সর

আজ ৩১ জুলাই সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় দীর্ঘদিনের বামপন্থী আন্দোলনের নেতা নিখিলানন্দ সর-এর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪। বর্ধমান শহরের বাজেপ্রতাপপুরে বাড়িতেই থাকতেন। হঠাৎই রাতের দিকে অসুস্থতা অনুভব করেন তিনি। ভোরের দিকে তিনি মারা যান।

আরও পড়ুন তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র ও তার ভাই প্রশান্ত মিত্র

১৯৩৬ সালে জন্ম মঙ্গলকোটের নিগনে। ১৯৫৮ সাল হতেই বাম আন্দোলন ও জমির আন্দোলনে যুক্ত হন। কিছু বছর যবগ্রাম হাই স্কুলে শিক্ষকতা করেন। ৭০ দশকে আধা ফাসিস্ত সন্ত্রাসে আত্মগোপন করেছিলেন গুজরাটে। ১৯৬৯,১৯৭১,১৯৭৭,১৯৮২,১৯৮৭ সালে মঙ্গলকোট কেন্দ্রের বিধায়ক। ১৯৯৬ – ১৯৯৮ অবিভক্ত বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। ১৯৯৮ – ২০০৯ সাল পর্যন্ত বর্ধমান কেন্দ্র হতে লোকসভার সদস্য ছিলেন। তিনি সি পি আই (এম) অবিভক্ত বর্ধমান জেলার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন ১৯৮৬-২০০৮ সাল পর্যন্ত। বিগত কয়েক বছর খুবই অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। নিখিলানন্দ সরের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা এবং পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক।