Home বঙ্গ প্রয়াত প্রাক্তন বাম সাংসদ নিখিলানন্দ সর

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ নিখিলানন্দ সর

by banganews

আজ ৩১ জুলাই সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় দীর্ঘদিনের বামপন্থী আন্দোলনের নেতা নিখিলানন্দ সর-এর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৪। বর্ধমান শহরের বাজেপ্রতাপপুরে বাড়িতেই থাকতেন। হঠাৎই রাতের দিকে অসুস্থতা অনুভব করেন তিনি। ভোরের দিকে তিনি মারা যান।

আরও পড়ুন তৃণমূলে ফিরলেন বিপ্লব মিত্র ও তার ভাই প্রশান্ত মিত্র

১৯৩৬ সালে জন্ম মঙ্গলকোটের নিগনে। ১৯৫৮ সাল হতেই বাম আন্দোলন ও জমির আন্দোলনে যুক্ত হন। কিছু বছর যবগ্রাম হাই স্কুলে শিক্ষকতা করেন। ৭০ দশকে আধা ফাসিস্ত সন্ত্রাসে আত্মগোপন করেছিলেন গুজরাটে। ১৯৬৯,১৯৭১,১৯৭৭,১৯৮২,১৯৮৭ সালে মঙ্গলকোট কেন্দ্রের বিধায়ক। ১৯৯৬ – ১৯৯৮ অবিভক্ত বর্ধমানের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন। ১৯৯৮ – ২০০৯ সাল পর্যন্ত বর্ধমান কেন্দ্র হতে লোকসভার সদস্য ছিলেন। তিনি সি পি আই (এম) অবিভক্ত বর্ধমান জেলার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন ১৯৮৬-২০০৮ সাল পর্যন্ত। বিগত কয়েক বছর খুবই অসুস্থ ছিলেন তিনি। দীর্ঘদিন ডায়াবেটিস রোগে ভুগছিলেন। নিখিলানন্দ সরের মৃত্যুতে শোক ও শ্রদ্ধা এবং পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক।

You may also like

Leave a Reply!