TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সরকারি কর্মচারীদের ডিএ মেটাতে হবে, জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

কোভিড পরিস্থিতি বিচার্য নয়, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দিতে হবে, বুধবার এই সিদ্ধান্ত জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট)। স্যাটের বিচারপতি রঞ্জিতকুমার বাগ ও প্রশাসনিক সদস্য সুবেশকুমার দাস এই রায় দেন।
বকেয়া ডিএ দিতে হবে বলে আগেই রায় দিয়েছিল স্যাট। কিন্তু সেই রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য সরকার।
ষষ্ঠ বেতন কমিশন চালু হলেও বকেয়া ডিএ দেওয়া হবে না বলে রাজ্যের পক্ষে ঘোষণা করা হয়েছিল। আমফান এবং কোভিড পরিস্থিতির চাপে রাজ্যের কোষাগারে বিপুল ঘাটতি। দেশের অন্য রাজ্য যেখানে শুধুই একটি সমস্যার সঙ্গে লড়ছে, বাংলার সেখানে জোড়া ফলার ধাক্কা।

আরও পড়ুন নতুন করে আবার শুরু হচ্ছে লকডাউন৷  কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?  

করোনা পরিস্থিতির জন্য আগামী দেড় বছর কেন্দ্র-ও কর্মীদের মহার্ঘ ভাতা বাড়াবে না বলে জানিয়েছে। তবে গত ১ জানুয়ারিতেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের ৪ শতাংশ ডিএ ঘোষণা হয়। কেন্দ্রের ওই ডিএ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ২১ শতাংশে পৌঁছয় বলে দাবি বিভিন্ন কর্মচারী সংগঠনের।
রাজ্যের আবেদন ছিল কোভিডের কথা মাথায় রেখে এই বিষয়টি বিচার করা হোক। তবে এ দিন সেই আবেদন বাতিল করা হয়েছে।