Home দেশ কেন্দ্র সরকারি কর্মীদের জন্য সুখবর

কেন্দ্র সরকারি কর্মীদের জন্য সুখবর

by banganews

বঙ্গ নিউস, ৪ ডিসেম্বর, ২০২০ঃ চলতি মাসের শেষে ফের বেতন বৃদ্ধি হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের৷ দিওয়ালির পর এই নিয়ে দ্বিতীয়বার বেতন বাড়ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের৷ প্রায় ৫০ লক্ষ সরকারি কর্মচারীর বেতন বৃদ্ধি হবে৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশই মেনে এই বেতনবৃদ্ধি৷

আরও পড়ুন এ মাসের শেষেই পাওয়া যেতে পারে ভ্যাকসিন

রেলের নন গেজেটেড মেডিক্যাল স্টাফদের বেতন ২১,০০০ টাকা পর্যন্ত বাড়তে পারে৷ সেইসঙ্গে তাদের পদন্নোতিও হতে পারে। রেলের নন গেজেটেড মেডিক্যাল স্টাফদের মাসিক বেতন অন্তত ৫ হাজার টাকা করে বাড়বে বলে জানা যাচ্ছে। এইচআরএ, ডিএ, টিএ-র মতো বিভিন্ন ভাতাও বৃদ্ধি পাবে৷ এখন বেতন ১৮ হাজার টাকা।
অনেকদিন থেকেই ন্যূনতম বেতন বাড়িয়ে ২৬ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছিল কর্মী সংগঠনগুলি৷

You may also like

Leave a Reply!