TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার

তমলুক, ১২ অক্টোবর, ২০২০ঃ  রবিবার বিকেল থেকে নিখোঁজ থাকার পর সোমবার বিকেলে মহিষাদলের অমৃতবেড়িয়ার লকগেটের কাছে রুপনারায়ণ নদী থেকে মৃতদেহ উদ্ধার হয়। মৃতব্যক্তির নাম ধীরেন বেহেরা। ৩৮ বছর বয়স। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার পাটনা বাজারে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানাগিয়েছে, রবিবার সকালে তমলুকের রুপনারায়ণ নদীর পাড়ে ছয়জন বন্ধ মিলে পিকনিক করছিলো।

আরও পড়ুন ক্লাস শুরুর পক্ষে সওয়াল মাধ্যমিক পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের

বিকেলের দিকে তিনবন্ধু মিলে রুপনারায়ণ নদীতে স্নান করতে নামে তার মধ্যে একজন উঠে এলেও শিমন্ত মন্ডল ও ধীরেন বেহারা তলিয়ে যায়। শিমন্ত মন্ডল ৪০ নামে এক ব্যক্তিকে রবিবার সন্ধ্যা নাগাদ মৃত অবস্থায় উদ্ধার করা হলেও ধীরেনকে পাওয়া যাচ্ছিলো না। সোমবার বিকেলে রুপনারায়ন নদী থেকে উদ্ধার হয়। দুজনে তমলুক জেলা হাসপাতালের কর্মচারী।