TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বিজেপির চিন্তন বৈঠকে নেই শুভেন্দু, মঞ্চে ডাকা হল না লকেটকেও

বিজেপির চিন্তন বৈঠকের শুরুতেই তাল কাটল। উপস্থিত হলেন না খোদ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরভোটে ব্যর্থতার পর্যালোচনা নিয়ে আলোচনা অথচ বিরোধী দলনেতাই নেই। দলের অন্দরেই উঠছে প্রশ্ন।

সূত্রের খবর, শুভেন্দু নাকি আগের দিন রাতেই জানিয়ে দিয়েছেন যে তিনি আসতে পারবেন না। কিন্তু কেন শুভেন্দু এলেন না তা নিয়ে দলের অন্দরে চর্চা শুরু হয়ে গিয়েছে। শুধু শুভেন্দু নন, ভাটপাড়ার সাংসদ অর্জুন সিংও বৈঠকের শুরুতে ছিলেন না। অনেক পরে তিনি বৈঠকে যোগ দেন। দীর্ঘদিন বাদে দলের রাজ্য নেতাদের বৈঠকে যোগ দিলেও অন্যতম সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়কে এদিন মঞ্চে ডাকা হয়নি। লকেটকে বসতে হয় দর্শকাসনে।

বারাণসীতে মমতাকে ঘিরে বিক্ষোভ, আজ রাজ্যে প্রতিবাদে সামিল তৃণমূল

মঞ্চে দিলীপ ঘোষ, রাহুল সিনহা, অগ্নিমিত্রা পল, সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তী, অমিত মালব্যরা থাকলেও লকেটকে জায়গা দেওয়া হয়নি। আসলে এই বৈঠকের আগেই লকেট বিজেপি নেতৃত্বকে আত্মসমালোচনা করার পরামর্শ দিয়েছিলেন। অনেকেই আন্দাজ করছিলেন এদিনের বৈঠকে লকেট বিস্ফোরণ ঘটাতে পারেন। সেকারণেই সম্ভবত লকেটকে ব্রাত্য করে রাখা হল।