TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

চূড়ান্ত বর্ষের পরীক্ষার প্রস্তুতি নিক পড়ুয়ারা : কেন্দ্র

যে যতই বলুক, কেন্দ্র অনড়। চূড়ান্ত বর্ষ বা সেমেস্টারের পরীক্ষার আয়োজন করা হবেই। সুপ্রিম কোর্টে কেন্দ্রের তরফে জানানো হল, পড়ুয়ারা যেন পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যায়।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে চূড়ান্ত বর্ষের পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে যে ৩১ পড়ুয়া সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন, এদিন সুপ্রিম কোর্টে তার শুনানিতে অভিষেক মনু সিঙ্ঘভি সওয়াল করেন, করোনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক যে নির্দেশিকা জারি করেছে, তা উপেক্ষা করেছে ইউজিসি। তিনি বলেন, ‘ফাইনাল টার্মের পরীক্ষা বাতিলে স্বর্গ ভেঙে পড়বে না।’

আরও পড়ুন :  অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার খেয়ে মৃত্যু অন্ধ্রে

তাতে তিন সদস্যের ডিভিশন বেঞ্চ বলে, ‘কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা ২০ জুলাইয়ের। কীভাবে ৬ জুলাইয়ের নির্দেশিকায় সেই বিষয়টি বিবেচনা করতে পারে (ইউজিসি)? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকা পরীক্ষা সংক্রান্ত ছিল না।’
পরে করোনাভাইরাস মহামারীর মধ্যে পরীক্ষা আয়োজন করা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেন বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন বেঞ্চ। প্রত্যুত্তরে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, ‘আমরা অবস্থান স্পষ্ট করব সোমবারের মধ্যে। কেউ যেন মনে না করে, তাঁরা প্রস্তুতি নিতে পারছেন না। পড়ুয়াদের উচিত, পরীক্ষার প্রস্তুতি নেওয়া।’