Home দেশ অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার খেয়ে মৃত্যু অন্ধ্রে

অ্যালকোহল যুক্ত স্যানিটাইজার খেয়ে মৃত্যু অন্ধ্রে

by banganews

প্রকাশম, ৩১ জুলাই, ২০২০: মদের বিকল্প হ্যান্ড স্যানিটাইজার। যেহেতু তাতে অ্যালকোহল রয়েছে। যা ভাবা, তাই কাজ। মদ না পেয়ে হ্যান্ড স্যানিটাইজার খেয়ে অন্ধ্রপ্রদেশের প্রকাশম জেলায় কমপক্ষে ৯জনের মৃত্যু। বাকিরা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মৃতদের মধ্যে মধ্যে তিনজন ভিখারী ও বাকি ছয়জন বস্তিবাসী বলে জানা গিয়েছে।

আরও পড়ুন :  প্রয়াত প্রাক্তন বাম সাংসদ নিখিলানন্দ সর

এখনও পর্যন্ত কুড়িজনকে শনাক্ত করা হয়েছে, যাঁরা মদের জায়গায় স্যানিটাইজার পান করেছিলেন। তাঁদের বয়স ২৫ থেকে ৬৫ বছরের মধ্যে। প্রকাশম জেলার পুলিশ সুপার সিদ্ধার্থ কৌশল জানান যে জেলায় লকডাউন চলছে বলে মদ পাওয়া যাচ্ছে না। ফলে বিকল্প  হিসাবে স্যানিটাইজার পান করেন তাঁরা।

You may also like

Leave a Reply!