TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

শক্তিবৃদ্ধি নিম্নচাপের, ফের ভারি বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্ট নতুন নিম্নচাপের ফলে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ফের ভারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি চলবে বৃহস্পতিবার অবধি। কলকাতাতেও চলছে বিক্ষিপ্ত বৃষ্টি।

নিম্নচাপের জেরে দক্ষিণ ২৪ পরগনা, পূর্বমেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হাওড়ায় বৃষ্টি হতে পারে৷

আরও পড়ুন হাসপাতাল থেকে নিখোঁজ করোনা রোগী, অভিযোগ কিডনি পাচারের

কয়েকদিনের একটানা বৃষ্টিপাতের জেরে নদীর জলস্তর বাড়ার আশঙ্কা রয়েছে।
নিচু এলাকায় জল জমে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা।

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। টানা কয়েকদিনের বৃষ্টিতে তাপমাত্রার পারদ অনেকটা কমেছে। বুধবার সকাল থেকেই বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। বেলার দিকে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে।