Home আবহাওয়া নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত বৃষ্টি, কমবে না গরম

নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত বৃষ্টি, কমবে না গরম

by banganews

বঙ্গোপসাগরে আবারও ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। গত কয়েক দিন ধরে দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টি হয়নি। বাড়ছে আর্দ্রতাজনিত অস্বস্তি। বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম কমবে না।

আরও পড়ুন : দেশের করোনা পরিস্থিতি

আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে ঝলমলে রোদ দেখা যাচ্ছে। তবে বেলার দিকে বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য।

আরও পড়ুন : শিল্পীদের পাশে দাঁড়ালেন শিল্পীরাই আয়োজন করলেন একটি বিশেষ সন্ধ্যার

অন্যদিকে ফের বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে আরও ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

You may also like

Leave a Reply!