TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

চুরির টাকা, গয়না বাড়িতে এসে ফিরিয়ে দিল চোর!

বর্ধমান, ৫ সেপ্টেম্বর, ২০২০ঃ চুরি করার পর ৩৬ ঘণ্টা কাটতে না কাটতেই বাড়ি বয়ে সোনা, টাকা-পয়সা ফেরত দিয়ে গেল দুষ্কৃতীরা। অবিশ্বাস্য এই ঘটনা ঘটেছে বর্ধমানের মাঠপাড়ায়। বর্ধমান পাঁচ নম্বর ওয়ার্ডের আলুডাঙ্গা মাঠপাড়ার বাসিন্দা হীরা শেখ। বৃহস্পতিবার সন্ধেয় সপরিবারে পাশের পাড়ায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন হীরা। ফিরে এসে দেখেন ঘরের তালা ভাঙা, ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। আলমারিতে রাখা সোনার গয়না, টাকা-পয়সা কিছুই নেই। বর্ধমান থানার অভিযোগ দায়ের করেন হীরা শেখ। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ।

আরও পড়ুন করোনা সংক্রমণ রুখতে ব়্যাপিড অ্যান্টিজেন টেস্ট, প্রেসক্রিপশন বাধ্যতামূলক নয়:ICMR

হঠাৎ শনিবার সকালে একটি ফোন আসে হীরা শেখের কাছে৷ খবর পান, তাঁর বাড়ির সামনে একটি ব্যাগ পড়ে রয়েছে। ব্যাগ খুলতেই দেখা যায়, চুরি যাওয়া গয়না টাকা-কড়ি সবই রয়েছে ওই ব্যাগের মধ্যে।

কিন্তু কী এমন ঘটল যে সবকিছু ফেরত দিয়ে গেল দুষ্কৃতীরা? পরিবারের সদস্যরা জানিয়েছেন, তাঁরা দু’জনকে সন্দেহ করছিলেন। পুলিশ ওই ২ জনকে জিজ্ঞাসাবাদ করে। সম্ভবত সেই কারণেই ভয় পেয়ে চোরেরা সব ফিরিয়ে দিয়েছে। কারণ যাইহোক, চুরি যাওয়া টাকা ও গয়না ফেরত পেয়ে খুশি হীরা শেখ ও তাঁর পরিবার।