TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

গাইডলাইন নিয়ে রাজ্য-মেট্রো কর্তৃপক্ষ বৈঠক, দিনক্ষণ স্থির করবেন জিএম-ই

কলকাতা, ৩ সেপ্টেম্বর ২০২০ :  চলতি মাসের মাঝামাঝি সময় থেকে করোনা আতঙ্ক কাটিয়ে কলকাতায় আবার মেট্রো চলাচল শুরু হবে, এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল।
কিন্তু,বৃহস্পতিবার রাজ্য সরকার ও কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষের একদফা বৈঠকের পর এখনও কোনও সম্ভাব্য দিনক্ষণ জানা গেল না।
মেট্রো চলাচলের চূড়ান্ত দিনক্ষণ এবং গাইডলাইন ঠিক করতে বৃহস্পতিবার নবান্নের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন কলকাতা মেট্রোরেলের কর্তাব্যক্তিরা। তবে, মেট্রোরেলের জেনারেল ম্যানেজারের সঙ্গে আরও এক দফা আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে বলে মেট্রোরেলের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন এবার যুদ্ধবিমান নামবে বেলদায়, শুরু প্রাথমিক পর্যায়ের কাজ

নগরোন্নয়ন মন্ত্রকের গাইডলাইন মেনে ইতিপূর্বে যেসব বিধি নিষেধ স্থির করা হয়েছিল সেইসব বিষয়ে দুপক্ষই সহমত। তবে, ঠিক কোন দিন থেকে মেট্রো চলাচল শুরু হবে সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে একমাত্র মেট্রোর জি এম (GM) এর-ই। তাই আজকের বৈঠক থেকে যে বিষয়গুলি উঠে এসেছে তা জানানো হবে মেট্রো রেলের জেনারেল ম্যানেজারকে।
এরপর দিনক্ষণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন তিনিই।
স্বাস্থ্যবিধি মেনে সুষ্ঠুভাবে মেট্রো পরিষেবা দিতে রাজ্যের সাহায্য প্রয়োজন বলে এদিনের বৈঠকে জানায় মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি রাজ্যের তরফেও সমস্তরকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।