TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সৌমিত্র চট্টোপাধ্যায়কে স্মরণ বিষ্ণুপুর মেলায়

বঙ্গ নিউস, ২৬ ডিসেম্বর, ২০২০ঃ তেত্রিশতম বিষ্ণুপুর মেলায় স্মরণ করা হচ্ছে সদ্য প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে। সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানাতে তাঁর অভিনীত সিনেমার বিভিন্ন মুহুর্তের কোলাজ, তাঁর জীবনের নানা মুহুর্তের ছবি ও বিভিন্ন পুরস্কার গ্রহণের মুহুর্তের ছবি দিয়ে তৈরি করা হয়েছে ফটো গ্যালারি। নাম দেওয়া হয়েছে ‘ স্মরণে সৌমিত্র ‘। মেলা কমিটির সচিব তথা বিষ্ণুপুরের মহকুমা শাসক অনুপ দত্ত জানান, সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা নিবেদন করার জন্যই তাঁর বিভিন্ন ছবি দিয়ে এই গ্যালারি করা হয়েছে । এখানে পঞ্চাশটিরও বেশি ছবি রাখা হয়েছে । মেলায় যারা আসছেন, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছেন, তাদের একটি বড় অংশ এই গ্যালারিতে আসছেন ।

আরও পড়ুন দিন বদল হতে পারে উচ্চমাধ্যমিক পরীক্ষার

মল্লরাজাদের রাজধানী ছিল বিষ্ণুপুর । এই শহরে ছড়িয়ে রয়েছে মল্লরাজাদের আমলে তৈরি নানা মন্দির, শিল্প স্থাপত্য । বেশির ভাগ স্থাপত্য পোড়ামাটির । তাতে রয়েছে অপূর্ব শিল্পকর্ম । এই শিল্পকর্ম ও রাসমঞ্চ, জোড় বাংলো, মদনমোহন মন্দির সহ নানা স্থাপত্য দেখতে বিষ্ণুপুর আসেন দেশবিদেশের মানুষ । এখানের বিখ্যাত বালুচরী শাড়ি । এছাড়াও পোড়ামাটির ঘোড়া সহ নানান হস্তশিল্প তৈরি হয় বিষ্ণুপুর ও লাগোয়া এলাকায় । এই সব কিছুরই স্টল রয়েছে এই মেলাতে । সঙ্গে কলকাতা ও স্থানীয় শিল্পীদের নিয়ে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের । মেলা চলবে রবিবার পর্যন্ত ।