Home কলকাতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতি আঁকড়ে রাখতে অভিনব উদ্যোগ হিডকোর

সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতি আঁকড়ে রাখতে অভিনব উদ্যোগ হিডকোর

by banganews

বঙ্গ নিউস, ২৩ নভেম্বর, ২০২০ঃ সৌমিত্র চট্টোপাধ্যায় এমন একজন ব্যাক্তিত্ব যে তাঁর বিষয় যাই বলা হোক না কেন সেটাই কম। তাঁর সৃষ্টি আজকের প্রজন্মের কাছে অনুপ্রেরণা। কালের নিয়মে গত ১৫ নভেম্বর বিদায় নিয়েছেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তবে তিনি আপামর বাঙালির হৃদয় রয়ে গেছেন অপু হয়ে, রয়ে গেছেন বাঙালির ফেলুদা হয়ে।

আরও পড়ুন প্রয়াত অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ

এবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের স্মৃতি ধরে রাখতে অভিনব উদ্যোগ নিল হিডকো। হিডকোর তরফে জানানো হয়, কলকাতার নিউটাউনে গড়ে উঠবে ‘অপুর সংসার’। সৌমিত্র স্মরণে তৈরি পার্কের নামকরণ হবে তাঁরই অবিস্মরণীয় ছবির নামে। হিডকোর উদ্যোগে নিউটাউনের নজরুল তীর্থে গত সপ্তাহে চারদিন প্রবাদপ্রতিম অভিনেতাকে শ্রদ্ধা জানানো হয়েছে। এই মহান শিল্পীর স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল “জীবন জুড়ে সৌমিত্র”। সেটি রবিবার শেষ হয়, ওই দিনই হিডকোর চেয়ারম্যান দেবাশিষ সেন জানান সত্যজিৎ রায়ের সৃষ্টি কাহিনী ও তাঁর চরিত্রের নামে পার্ক রয়েছে। ‘সোনার কেল্লা’ পার্ক ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। এবার সৌমিত্র চট্টোপাধ্যায়কে শ্রদ্ধা জানিয়ে তৈরি হবে ‘অপুর সংসার’ পার্ক। হিডকোর এই উদ্যোগে খুশি নিউটনবাসী।

You may also like

Leave a Reply!