TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

অসুস্থ শিশির, দিল্লিতে দিব্যেন্দু, মমতার সভা ঘিরে কিসের ইঙ্গিত

মেদিনীপুর, ৭ ডিসেম্বর, ২০২০ঃ  ২১ এর নির্বাচনকে পাখির চোখ করে জেলা সফর শুরু করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ১ টা নাগাদ পশ্চিম মেদিনীপুরে জনসভা করতে চলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকালই তিনি মেদিনীপুরে পৌঁছেও গিয়েছেন সড়ক পথে। পশ্চিম মেদিনীপুরে সভা হলেও পূর্বে নেতাদের যোগদানের কথা জানিয়েছিলেন। বিশেষ করে অধিকারী পরিবারের শুভেন্দু, শিশির ও দিব্যেন্দুদের। সেই কারণে সবার নজর রয়েছে পূর্ব মেদিনীপুরের অধিকারী পরিবারের দিকে। মমতার ডাকে সাড়া দিয়ে পূর্ব মেদিনীপুরের তৃণমূলের সমস্ত বিধায়ক ও সাংসদ সহ প্রথম সারির তৃণমূল নেতৃত্বদের পশ্চিম মেদিনীপুরে যাওয়ার আমন্ত্রণ থাকলেও কোন কোন নেতা মমতার সভায় যাচ্ছেন সেই দিকেই নজর থাকছে সকলের।

আরও পড়ুন বিজেপিকে উৎখাত করার ডাক, ফের স্বমহিমায় বিমল গুরুং

পূর্ব মেদিনীপুর জেলার দুই লোকসভা কেন্দ্র তমলুক ও কাঁথির সাংসদ যথাক্রমে দিব্যেন্দু অধিকারী ও তাঁর বাবা শিশির অধিকারী। তবে সভার আগের দিন তমলুক লোকসভার সাংসদ দিব্যেন্দু অধিকারী বিশেষ কাজে দিল্লী গিয়েছেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে কাঁথি লোকসভার সাংসদ শিশির অধিকারী পায়ে অস্ত্রোপচার হওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। আর যাকে নিয়ে এতো জল্পনা সেই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী কি করে সেটাই দেখার। যদিও তিনি দলের শীর্ষ নেতাকে মেসেজ করে জানিয়ে দিয়েছেন দলে থাকা তার পক্ষে আর সম্ভব নয়। ফলে তিনি কি মমতার আমন্ত্রণে সাড়া দিয়ে যাবেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাড়িয়েছে। রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরে সভায় যাওয়ার পথে কোলাঘাট ও পাঁশকুড়ায় দলীয় নেতাদের সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভালো করে মানুষের পরিষেবা দেওয়ার কাজ করার কথা বলেন নেত্রী। সেই সাথে আজকের সভায় আসার কথাও জানান নেত্রী। পূর্ব মেদিনীপুর জেলা যা অধিকারী গড় নামে পরিচিত সেই গড় থেকে কতজন নেত্রীর সভায় যায় সেটাই এখন দেখার বিষয়।।