TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

তৃণমূলেই আছে শুভেন্দু, খঞ্চির সভা থেকে বললেন ব্রাত্য বসু

বঙ্গ নিউস, ৫ ডিসেম্বর, ২০২০ঃ শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনা অব্যাহত। এরই মধ্যে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু বললেন শুভেন্দু তৃণমূলে ছিলো, তৃণমূলে আছে, আগামী দিনেও থাকবে। নন্দকুমার বিধানসভার খঞ্চিতে তৃণমূলের সভায় একথা বলেন তিনি। ইতিমধ্যেই তৃণমূলের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে গতকাল ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে ব্রাত্য বসু বলেন “আমরা দেখেছি পূর্ব মেদিনীপুরের নেতা শিশির অধিকারীকে মমতা বন্দ্যোপাধ্যায় কি পরিমাণ শ্রদ্ধা করেন। আমি বলছি শুভেন্দু তৃণমূলে ছিল, আছে আর তৃণমূলেই থাকবে। আমাদের বড় পরিবার, আমাদের সুজিত আছে , শান্তনু আছে , অখিল দা আছে। শরিকি বাড়ি, সেখানে গোলোযোগ হয়। আপনার সঙ্গে আপনার ভাইয়ের হয় না? আপনার কাকার সঙ্গে আপনার মামার হয় না? পাশের বাড়ির লোক এখন দেখছে আর হাততালি দিচ্ছে, ঘরের ছেলে ঘরেই থাকবে। পাশের বাড়ির লোক কান ধরে বাড়ি চলে যাবে”। খঞ্চি সভা থেকে বিজেপিকে কটাক্ষ করে বলেন ব্রাত্য বসু।

আরও পড়ুন জ্বালানির দাম বাড়ছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির আশঙ্কায় মধ্যবিত্তরা

তিনি আরও বলেন বিজেপি লাফালাফি করছে কিন্তু ওসব করে লাভ নেই, বরং রাহুল সিনহা থেকে শুরু করে বিজেপির কে কে তৃণমূলে আসবে তার তালিকা চাই, ‘আমরা নেব কি নেব না সেটা স্কুটেনি করবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। বিজেপির তৃণমূল ছাড়া চলে না বলে কটাক্ষ করেছেন ব্রাত্য বসু।