TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সুমিতে ‘হিউম্যান করিডোর’, শহর ছাড়ছেন সাধারণ নাগরিকরা

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সুমি থেকে সাধারণ নাগরিকদের সরাতে ‘হিউম্যান করিডোর’। শহর ছাড়ছেন সাধারণ নাগরিকরা। এর আগে সুমিতে আটকে পড়া স্থানীয় ও বিদেশি নাগরিকদের বেরনোর সুযোগ দিতে সেভ প্যাসেজ দেওয়া নিয়ে আলোচনা হয় মস্কো-কিয়েভের মধ্যে। দু’পক্ষই বিষয়টিতে সম্মত হয়। যদিও তার আগে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত সুমিতে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার নিয়ে উদ্বেগ প্রকাশ করে। দিল্লির দাবি ছিল, বারবার রাশিয়া ও ইউক্রেনের কাছে অনুরোধ সত্ত্বেও সংঘর্ষবিরতি কার্যকর না হওয়ায় সুমিতে আটকে পড়া ভারতীয়দের ফেরানো যাচ্ছে না। এরপরই মানবিক কারণে নির্দিষ্ট কয়েকটি রুটে সাময়িক সংঘর্ষবিরতি ঘোষণা করে মস্কো। চেরনিয়াখিভ, খারকিভ, কিয়েভ এবং মারিউপোল থেকেও হিউম্যান করিডোর চালু হয়েছে।

 

ইউক্রেন রাশিয়া যুদ্ধের প্রভাব! রাশিয়ান কন্টেন্ট বয়কট করল নেটফ্লিক্স

অন্যদিকে, আমেরিকা তার বন্ধু দেশগুলিকে রাশিয়া থেকে তেল আমদানি নিষিদ্ধ করতে উপর্যুপরি চাপ দেওয়া শুরু করেছে। রাশিয়া ও পশ্চিমের মধ্যে শক্তি যুদ্ধের আশঙ্কা বেড়েছে। উল্টোদিকে, রাশিয়াও সতর্ক করে চলেছে। জার্মানিকে কার্যত হুঁশিয়ারির সুরে মস্কো জানিয়েছে, বিতর্কিত নতুন নর্ড স্ট্রিম ২ পাইপলাইনের উদ্বোধন বন্ধ নিয়ে বার্লিনের সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া থেকে জার্মানিতে পাইপলাইনের মাধ্যমে গ্যাসের সরবরাহও বন্ধ করতে পারে।