TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

‘সময়ের গান’-এ রূপঙ্করের ২৫ বছর উদযাপন

“চলে এসো আজ এ রাতে /চলে এসো আমার সাথে প্রিয়তমা”
“জানি যাবে চলে ফিরে ফিরে/আমি পাশে থেকে একটু দূরে /বন্ধু দেখা হবে”
“তোর ফাদার যদি জানতে পারে/ ব্রাদার সেজে বক্ষ মাঝের ওড়না হব/ ও চাঁদ!”
খুব চেনা লাইনগুলো তাই না?
আমরা যারা নব্বই এর দশকে বড় হয়েছি তাদের কৈশোর কেটেছে যে সব গানে, যে গান আমাদের প্রেম চিনিয়েছে, বন্ধুত্ব করেছে, কিংবা আমাদের থেকে বড় যারা তারাও মুগ্ধ হয়েছে “তোমার টানে সারাবেলার গানে /ভোরের অন্তমিল নিশীথ জানে” শুনে৷
আরও পড়ুন : আজ শনিবার, কেমন যাবে আজকের দিন! জেনে নিন আজকের রাশিফল
হ্যাঁ রূপঙ্কর বাগচী৷ সুমন নচিকেতার পর যিনি গানের জগতে এলেন, শুধু গান গাইলেন তাই নয়, লিখলেন, সুর দিলেন নিজের এবং অন্যের গানে
 ১৯৯৫ তে পথচলা শুরু করে আজ ২০২০, পেরিয়ে গেছে ২৫ টা বছর৷ আজও মানুষ একইভাবে মুগ্ধ তার গানে৷  একদিকে যেমন আছে ও আমার বউদিমণির কাগজওয়ালার মত গান,আবার সেই মানুষ গেয়েছেন জাতিস্মরে “এ তুমি কেমন তুমি” কিংবা গয়নার বাক্সতে “কাফের তোমাকে ভালোবাসলাম বলে “
আরও পড়ুন : কোভিড ১৯ বদলে দিল খাদ্যাভ্যাস
আগামী ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস।  সেইদিন রূপঙ্কর তার সঙ্গীত জীবনের ২৫  বছর পূর্ণ হওয়ার আনন্দে গানে গল্পে থাকবেন আপনাদের সঙ্গে।  রূপঙ্কর জানিয়েছেন,”কলামন্দিরে অনুষ্ঠান করার ইচ্ছে থাকলেও
দীর্ঘ কয়েক মাস লকডাউন চলায় এবং সোশ্যাল ডিস্ট্যান্স মেনে আগের মত বহু মানুষের সামনে স্টেজে গান গাওয়া  এখন সম্ভব নয়। তাই বিকল্প পথে zoom app এ রূপঙ্কর আড্ডা দেবেন,গান শোনাবেন৷ আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন৷ অনেক অজানা গল্প আর গান আপনাদের অপেক্ষায়।   আয়োজনে বেঙ্গল ওয়েব সলিউশন এবং  RPM

টিকিট সংগ্রহ করুন – Buy Now Click Here