TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

এটিএম- এ মিলবে চাল

কর্ণাটক, ৩১ অগাস্ট, ২০২০ঃ এটিএম বলতেই মাথায় আসে টাকার কথা কিন্তু এটিএম থেকে চালও পাওয়া যাচ্ছে, শুনতে অবাক লাগছে? হ্যাঁ এটাই সত্যি। করোনা আবহে এমনই অভিনব ব্যবস্থা নিয়েছে কর্ণাটক সরকার। ‘অন্ন ভাগ্য’ প্রকল্পে রাজ্যের দারিদ্রসীমার নীচে থাকা ব্যাক্তিদের মাসে ৫ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু লাইনে দাঁড়িয়ে ভিড় এড়াতে এই অভিনব এটিএম-এর ব্যবস্থা করেছে কর্ণাটক সরকার। তবে এই প্রকল্পের অধীনে রেশন কার্ড থাকা বাধ্যতামূলক।

আরও পড়ুন  শান্তি আলোচনার মাঝেই সীমান্তে ফের ভারত-চিন সংঘাত

এমনকি দারিদ্রসীমার উপরে থাকা ব্যাক্তিরাও মোট ১৫ কেজি চাল পাবেন এই প্রকল্পে। কিন্তু কোথায় পাওয়া যাবে এই রাইস এটিএম? কর্ণাটকের খাদ্যমন্ত্রী কে গোপালাইয়া বলেন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মাপের রাইস এটিএম বসানো হবে। কোথাও ১০০ গ্রাম, কোথাও ৫০০ গ্রাম এইভাবে ভাগ করে এই এটিএম বসানো হবে। স্মার্ট কার্ডও চালু করা হবে। লকডাউনে কোনো মানুষ যাতে অভুক্ত না থাকে সেই কারণে এই সিদ্ধান্ত কর্ণাটক সরকারের