TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ধর্মগুরু দলাইলামার জন্মদিনে মুক্তি পেতে চলেছে ‘ইনার ওয়াল্ড’

৬০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত। তিব্বতের দখল নেওয়ার জন্য চীন তার সেনা ঢুকিয়ে দেয় বৌদ্ধ ধর্মাবলম্বী স্বাধীন তিব্বতে। শেষ সময় ধর্মগুরুর দালাইলামা রাতের জমাট অন্ধকারে লাল ফৌজের লাল চোখ এড়িয়ে পথে নেমে পড়েন। বৃদ্ধা মা বোন ছোট ভাই আর তার কয়েকজন অফিসার কে নিয়ে তিব্বতে তার প্রাসাদ ছেড়ে অজানা পথে পাড়ি দেন। চীনের ফৌজকে রুখতে সেদিন দালাই লামা গণ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সেদিন তার গন্তব্য ছিল ভারতবর্ষ। এহেন দালাইলামার ধর্মীয় মন্ত্রোচ্চারণের সঙ্গে সংগীত মিশিয়ে একটি অ্যালবাম ‘ইনার ওয়ার্ল্ড’মুক্তি পেতে চলেছে আগামী ৬ জুলাই। যেদিন তিনি ৮৫ বৎসর পূর্ণ করবেন। প্রসঙ্গত, পাঁচ বছর আগে বৌদ্ধ ধর্মগুরু দালাইলামার এই অ্যালবামটি করার প্রস্তাব দিয়েছিলেন নিউজিল্যান্ডের এক ব্যাঙ্ককর্মী জুনেল কুনিন।

আরো পড়ুন:-মার্কিন মুলুকে Unlock 2

প্রাথমিকভাবে তার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন দালাই লামার দফতর। কিন্তু হাল ছাড়েননি জুনেল। পাঁচ বছর পর এবার তা মুক্তি পেতে চলেছে। ১১ টি ট্র্যাক রয়েছে এই অ্যালবামে। সঙ্গে থাকবে একটি সহায়িকা পুস্তক। গুনিন এর কথায়, “অ্যালবামটি তৈরি করার সময় দালাই লামা আমাকে আমাদের জীবনে সংগীতের গুরুত্ব বুঝিয়েছিলেন; তিনি বলেছিলেন সঙ্গীত আমাদের এমনভাবে পথ দেখাতে পারে সেভাবে আমিও পারিনা”।অ্যালবামটিতে অতিথি শিল্পী হিসেবে রয়েছেন প্রয়াত কিংবদন্তি সেতারবাদক পন্ডিত রবিশংকরের কন্যা অনুষ্কা শংকর। যিনি এই অ্যালবামে বিশ্বের সকল মায়েদের সম্মানে ‘আমা লা’ নামাঙ্কিত একটি ট্র্যাক বাজিয়েছেন। একেবারে শিশু বেলায় বাবার হাত ধরে দালাই লামার সঙ্গে পরিচয় হয়েছিল অনুষ্কার।

আরো পড়ুন:- রবীন্দ্রগানের অ্যালবামে মিমি শুরু করলেন শুটিং