TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

প্রস্তুত বরাহনগর মেট্রো স্টেশন

বরাহনগর, ২৩ নভেম্বর, ২০২০ঃ ইতিমধ্যেই আরভিএনএল বরাহনগর মেট্রো স্টেশন তৈরির কাজ শেষ করে ফেলেছে।
নোয়াপাড়া-দক্ষিণেশ্বর মেট্রো রুটে মাঝের স্টেশন হল বরাহনগর। মেট্রো স্টেশনের চেহারায় বাঙালি সংস্কৃতির চিহ্নস্বরূপ বিভিন্ন ম্যুরাল দিয়ে সাজানো হয়েছে৷ এছাড়া সবুজের সতেজ আবহ থাকবে জানিয়েছেন নির্মাণ সংস্থার প্রতিনিধিরা। সব ঠিকঠাক থাকলে, ১ জানুয়ারির আগেই খুলে যেতে পারে দক্ষিণেশ্বর ও বরাহনগর মেট্রো স্টেশন।

আরও পড়ুন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় নিভার

লাইন পাতার কাজ শেষ। সিগন্যাল ব্যবস্থাও বসানো হয়ে গিয়েছে। বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশনের মাঝে যেহেতু লাইন বদল করবে দমদমমুখী মেট্রো তাই সিগন্যাল পরীক্ষা করা হচ্ছে বারবার। ট্রেন চলাচলের জন্যে ইউরোপ থেকে যে প্রযুক্তি আনার কথা ছিল তাও এসে গিয়েছে।
ইতিমধ্যেই দু’দফায় পরিদর্শন সেরে ফেলেছে আরভিএনএল ও কলকাতা মেট্রো রেলের আধিকারিকরা।

অনেকেই আশা রেখেছিলেন, কালী পুজোয় মেট্রো চেপে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে। কিন্তু করোনার কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। তবে কল্পতরু উৎসবে যোগ দিতে বরাহনগর হয়ে দক্ষিণেশ্বর পৌছে যেতে পারেন মেট্রো চেপেই। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত ট্রলিতে পরিদর্শন সেরেছেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার সহ আধিকারিকরা। প্রতিদিন কাজের অগ্রগতি খতিয়ে দেখছেন, আরভিএনএল-এর প্রতিনিধিরা, পরীক্ষা করেছেন স্টেশন, ট্র‍্যাক পরীক্ষা।