TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বদলাচ্ছে রেশন কার্ডের নিয়ম

রেশন কার্ড সংক্রান্ত নিয়মে হতে চলেছে বড় বদল ৷ সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গা থেকে একাধিক অভিযোগ এসেছে, অনেকেই যারা রেশন পাওয়ার আওতাভুক্ত নন তারাও রেশনের সুবিধা নিচ্ছেন। এই সমস্যার জেরেই এবার খাদ্য বিভাগের তরফে (Department of Food & Public Distribution) রেশন কার্ডের নিয়মে বদল করা হতে চলেছে ৷বদল হওয়া নিয়ম নিয়ে রাজ্য সরকারগুলির সঙ্গে নিয়মিত বৈঠক করা হয়েছে।

খাদ্য বিভাগের তরফে জানানো হয়েছে, এই সময় দেশজুড়ে প্রায় ৮০ কোটি মানুষ ন্যাশনাল ফুড সিকিউরিটি (NFSA)অ্যাক্টের সুবিধা পাচ্ছেন ৷ কিন্তু সমস্যা এখানেই যে, এর মধ্যে অনেকেই রয়েছেন যারা আর্থিক ভাবে যথেষ্ট স্বচ্ছন্দ স্বচ্ছল জায়গায় অবস্থান করছে ৷

তাই জন্যই রেশন কার্ডের নতুন নিয়মে বদল করা প্রয়োজন বলে মনে করছে সরকার। যাতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কাজ করা যায়।যাদের প্রকৃত অর্থে দরকার তারাই এই কার্ড ব্যবহারের সুযোগ পান। যারা আর্থিকভাবে স্বচ্ছল তাদের অকারণে এই কার্ড ব্যবহারের কোনো প্রয়োজন নেই।

আরো পড়ুন

কলকাতা পুরসভার নতুন পদক্ষেপ

সূত্রের খবর, এই বদল নিয়ে গত ছ’মাস ধরে রাজ্য সরকারগুলির সঙ্গে বৈঠক করা হচ্ছে ৷ রাজ্যের পক্ষ থেকে বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে যা মিটিং থেকে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ ডিসেম্বর ২০২০ থেকে দেশের প্রায় ৩২ রাজ্যে ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক দেশ এক রেশন কার্ড লাগু করা হয়েছে ৷

বর্তমানে দেশের সব নাগরিকদের জন্য আধার কার্ড, ভোটার কার্ডের মত রেশন কার্ডও অত্যন্ত দরকারি একটি ডকুমেন্ট ৷ রেশন কার্ডে একজনের পুরো পরিবারের সমস্ত তথ্য দেওয়া থাকে ৷ এই কার্ডের মাধ্যমে সরকারের তরফে রেশন দেওয়া হয় ৷
ফলে এই কার্ড কে যাতে সঠিক উপায়ে যাদের প্রয়োজন তারাই ব্যবহার করতে পারে এমন ব্যবস্থাই করা হচ্ছে সরকারের তরফে।