TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

“আমরা যদি পুরীর রথযাত্রায় অনুমতি দেই জগন্নাথ দেব আমাদের ক্ষমা করবেন না”

দেশের শীর্ষ আদালতের তরফ থেকে বলা হয়েছে, “আমরা যদি পুরীর রথযাত্রায় অনুমতি দেই জগন্নাথ দেব আমাদের ক্ষমা করবেন না” করোনাভাইরাস সংক্রমণের কারণে পুরীর রথযাত্রা ও পুজো সংক্রান্ত নানান রীতিনীতিতে নিষেধাজ্ঞা আরোপ করল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, এ বছর রথযাত্রা অন্যবারের থেকে কিছুটা আগেই পড়েছে। এবার রথযাত্রা ২৩ জুন। ততদিনে করোনাভাইরাস দাপট কমলেও জামাতের উপর নিষেধাজ্ঞা উঠবে না। সেই দিকে তাকিয়ে পুরীর রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টের এই নিষেধাজ্ঞা।

আরো পড়ুন – উড়ে গেলো পুরীর মন্দিরের ধ্বজা কিসের ইঙ্গিত

এদিকে বুধবার দ্বিতীয় পর্যায় দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে ১৪ টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছিলেন নরেন্দ্র মোদি। প্রসঙ্গত, ইতিমধ্যেই ৩০ জুন অব্দি সব ধরনের জমায়েত নিষেধাজ্ঞা জারি করেছে উত্তর প্রদেশও। এই পরিস্থিতিতে সুপ্রিমকোর্ট পুরীর ঐতিহাসিক রথযাত্রা এবং পূজা সংক্রান্ত সমস্ত কিছুর উপর নিষেধাজ্ঞা জারি করাই শ্রেয় বলে মনে করেছে।প্রধান বিচারপতি এসএ বোবদে বলেন, “এই মহামারীর (Covid-19) আবহে এত বিপুল সংখ্যক মানুষের জমায়েত অনুমতি দেওয়া যাবে না। যেখানে চিকিৎসকদের অভিমত এখন সামাজিক দূরত্ব বজায় আর শ্বাসপ্রশ্বাসের ড্রপলেট এড়িয়ে চলা বাঞ্ছনীয়। তাই বিপুল জমায়েত এই স্বাস্থ্যবিধি লঙ্ঘন হতে পারে।” নাগরিক নিরাপত্তা ও জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এবছর রথযাত্রায় নিষেধাজ্ঞা দেওয়া হল।