TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

রথ স্থগিতের সুপ্রিম আদেশের প্রতিবাদে পুরী বনধ

সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, করোনা সংক্রমণের কারণে এবছর পুরীতে রথযাত্রা বন্ধ রাখতে হবে। সেই নির্দেশের প্রতিবাদে ক্ষোভ বিক্ষোভ উষ্মা জমা হচ্ছে পুরীর অন্দরমহলে। আজ তারই প্রতিবাদে পালিত হচ্ছে বারো ঘণ্টার পুরী বনধ। একযোগে এই বনধের ডাক দিয়েছে শ্রী জগন্নাথ সেনা এবং শ্রীক্ষেত্র সুরক্ষা বাহিনী। বনধ ডাকার আগে সরকারিভাবে তারা তাদের মতো করে প্রতিবাদে সামিলও হয়েছিল। তবে সে প্রতিবাদ শান্তিপূর্ণভাবেই পালিত হয়েছে। শ্রী জগন্নাথ সেনা-র সেক্রেটারি প্রিয়দর্শন পট্টনায়ক জগন্নাথদেবের ভক্তদের কাছে আর্জি জানিয়েছেন, এই পরিস্থিতিতে শ্রীক্ষেত্রর সমস্ত ভক্তের উচিত এই প্রতিবাদ এবং বনধে সামিল হওয়া।

আরও পড়ুন “আমরা যদি পুরীর রথযাত্রায় অনুমতি দেই জগন্নাথ দেব আমাদের ক্ষমা করবেন না”

এদিকে ওড়িশা প্রশাসন সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে মন্দির কর্তৃপক্ষকে অনুরোধ করেছে, প্রকাশ্য রথযাত্রার পরিবর্তে এবছর এই অনুষ্ঠান মন্দির প্রাঙ্গনেই কী করে করা যায়, তা ঠিক করতে।