Home দেশ কবে খুলবে পুরীর জগন্নাথ মন্দির?

কবে খুলবে পুরীর জগন্নাথ মন্দির?

by banganews

পুরী, ১৬ নভেম্বর, ২০২০ঃ আগামী বছরের ফেব্রুয়ারি মাসের আগে পুরীর জগন্নাথ দেবের মন্দির দরজা ভক্ত সাধারণের জন্য খোলার সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন পুরীর মন্দিরের মুখ‍্য দৈতাপতি রাজেশ দৈতাপতি।
পুরীর জগন্নাথ দেবের মন্দিরের প্রায় আট শতাধিক সেবায়েত গত কয়েক মাসে কোভিড আক্রান্ত। করোনাতে মৃত্যু হয়েছে দশ জনের বেশি সেবায়েত। তাই চলতি বছরের বাকি সময়টা মহাপ্রভুর মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন ফ্ল্যাটের দাম আকাশছোঁয়া , NAA-র নজরে নির্মাতারা

জগন্নাথ দেবের  মন্দিরের সেবায়েতদের  পরিবার পিছু প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে  সাহায্য  বরাদ্দ করেছে ওড়িশা সরকার। মন্দির কমিটির পক্ষ থেকে মন্দিরের বাইরে অনতিদূরে অরুণ স্তম্ভের কাছ থেকে জগন্নাথ দেবের মন্দির দর্শনের প্রস্তাব পাঠানো হয়েছিল রাজ্য সরকারের কাছে। পুরীতে কোভিড পরিস্থিতি খতিয়ে দেখতে স্থানীয় কালেক্টর বলবন্ত সিং-কে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার।

পুরীতে পর্যটকদের ভিড় হয় জগন্নাথ দেবের মন্দির দর্শনের জন্য । মন্দির বন্ধ থাকায় পর্যটকরাও সেভাবে পুরীতে আসছেন না। সমুদ্র সৈকত লাগোয়া হোটেল খুলে দেওয়া হলেও আর্থিক মন্দার মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

You may also like

Leave a Reply!