TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

১০ টাকায় ডাল ভাত সবজি

হাওড়া, ১৯ সেপ্টেম্বর, ২০২০ঃ করোনা আবহে হাওড়া শিল্পাঞ্চলের শ্রমিকরা আর্থিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছেন। সংসার চালাতে হিমশিম খাচ্ছেন অধিকাংশ মানুষ। তাই তাদের পাশে থাকতে হাওড়ার সালকিয়ায় বাবুডাঙ্গা ও বেলগাছিয়া এলাকায় খোলা হল মমতার মমতা নামের ক্যান্টিন৷

ডাল ভাত সবজি মাত্র ১০ টাকা , ১৫ টাকায় ডাল, ভাত, সবজি ও ডিম, ২০ টাকায় ডাল, ভাত, সবজি, মাছ অথবা ডিম। একেবারে স্বল্পমূল্যে মিলছে সুস্বাদু খাবার। এভাবেই সাধারণ মানুষের পাশে মমতার সরকার৷ আপাতত ৩ ও ৮ নং ওয়ার্ডে এই ক্যান্টিন চালু হয়েছে। সপ্তাহে তিন দিন নিরামিষ এবং চার দিন আমিষ পদ রাখা হয়েছে। রবিবার কুড়ি টাকায় দেওয়া হবে মুরগির মাংস।

আরও পড়ুন পোস্টারে রেকর্ড গড়লেন অক্ষয়

প্রতিদিন রান্না হচ্ছে ২৫০ জনের। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্সেল পিছু খরচ বেশি হলেও ঘাটতি পূরণের জন্য দলীয় কর্মীরা নিজেরাই খরচ বহন করছেন।

ভোটের আগে এসব করে মানুষের মন জয় করতে চাইছে তৃণমূল। এমন কথা গেরুয়া শিবিরের কেউ কেউ বলছেন বটে তবে,
রাজনৈতিক মতভেদ থাকলে এই মানবকিতায় খুশি এলাকার মানুষ।