Home প্রযুক্তি ডিলিট না করেই গোপন রাখুন ব্যক্তিগত চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

ডিলিট না করেই গোপন রাখুন ব্যক্তিগত চ্যাট, হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

by banganews

বঙ্গ নিউস, ২০ সেপ্টেম্বর, ২০২০ঃ  হোয়াটসঅ্যাপ ছাড়া  জীবন যেন অচল। দৈনন্দিন কাজের অন্যত্তম প্রধান মাধ্যম হোয়াটসঅ্যাপ ৷ তাই মানুষের প্রয়োজন বুঝে নতুন নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ৷ নতুন ফিচারে ডিলিট না করেও চ্যাট স্ক্রিন থেকে মুহূর্তের মধ্যে সরিয়ে ফেলতে পাড়বেন চ্যাট। ব্যক্তিগত ও গ্রুপ চ্যাটে এই ফিচার কাজ করে। এই ফিচারের  সাহায্যে আপনি সহজেই চ্যাট লুকিয়ে রাখতে পারবেন আর প্রয়োজনে পরে আবার অ্যাক্সেস করতে পারবেন।

আরও পড়ুন দিঘায় মাছের বাজারে আগুন, চাঞ্চল্য

আইফোনে চ্যাট আর্কাইভ করার পদ্ধতি

প্রথমে Whatsapp ওপেন করে, যে চ্যাট আর্কাইভ করতে চান সেই চ্যাট ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করুন। তারপর আর্কাইভ অপশানে ট্যাপ করুন।আনআর্কাইভ করার জন্য চ্যাট ডান দিক থেকে বাঁ দিকে সোয়াইপ করুন। আর আন আর্কাইভ সিলেক্ট করুন।

অ্যানড্রয়েড ফোনে চ্যাট আর্কাইভ

whatsapp ওপেন করুন। যে চ্যাট আর্কাইভ করবেন সেটি সিলেক্ট করে হোল্ড করুন, তারপর উপরে সবুজ রঙের আর্কাইভ আইকন দেখতে পাবেন ।

আরও পড়ুন ১০ টাকায় ডাল ভাত সবজি

চ্যাট ফিরিয়ে আনতে, স্ক্রল করে নিচে যান। আর্কাইভ চ্যাট এর উপর ট্যাপ করে যে চ্যাট ফিরিয়ে আনতে চান সেই চ্যাট এর ওপর ট্যাপ করে হোল্ড করুন। তারপর ওপরে আনআর্কাইভ সিলেক্ট করুন ।

You may also like

Leave a Reply!