Home বঙ্গ বাড়ানো হবে মা ক্যান্টিন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাড়ানো হবে মা ক্যান্টিন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

by banganews

রাজ্যজুড়ে কর্মহীন, লকডাউন চলাকালীন অসহায় মানুষের মুখে মাত্র ৫ টাকায় খাবার তুলে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত প্রকল্প ‘‌মা ক্যান্টিন’‌। অসহায় মানুষের কাছে আশার আলো হয়ে উঠেছিল এই প্রকল্প। বহু মানুষ পেটভরা গরম খাবার পাচ্ছিলেন। একুশের নির্বাচনের সময় নানান বিধি নিষেধ জারি করে তা বন্ধ করে দিয়েছিল নির্বাচন কমিশন। কলকাতা পুরভোটের প্রচারে এই ‘মা ক্যান্টিন’ জারি থাকবে এবং সংখ্যায় বাড়বে বলেই জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বর্তমানে কলকাতায় ১২৩টি মা ক্যান্টিন রয়েছে। পুরসভা নির্বাচনের প্রচারে এসে মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন আগামী দিনে এই ক্যান্টিনের সংখ্যা আরও বাড়ানো হবে। তিনি বলেন, ‘‌আমি একদিন নিজে যাব মা ক্যান্টিনে।

বিশ্বের ১০০টি শহরের মধ্যে দূষণের সমীক্ষায় শীর্ষে বাংলাদেশের ঢাকা

মাত্র ৫ টাকায় খাবার দেওয়া হয়। গোটা রাজ্যে এই মা ক্যান্টিন আরও বাড়ানো হবে।’ ৫ টাকায় এই ক্যান্টিনে মেলে ভাত, ডাল, ডিমের তরকারি। কলকাতার বাইরেও রাজ্যের বিভিন্ন প্রান্তেও তা শুরু হয়েছে। তাই এবার এই ক্যান্টিন বাড়ানোর উপর জোর দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

You may also like

Leave a Reply!