TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

মহাশিবরাত্রিতে পঞ্চামৃত অত্যন্ত গুরুত্বপূর্ণ! জেনে নিন কীভাবে তৈরি করবেন এই পঞ্চামৃত

মহাশিবরাত্রি তিথিতে বেলপাতা, মধু, দুধ, ঘি, দই দিয়ে পুজো করা হয় মহাদেবের। ভক্তদের বিশ্বাস, মহাদেবকে এই পঞ্চামৃত উৎসর্গ করলে পুণ্যার্জন হয়৷

মহাশিবরাত্রিতে দেবাদিদেবকে উৎসর্গ করা পঞ্চামৃত পরে প্রসাদ রূপে বিতরণ করা হয়৷ অন্যান্য পুজো পার্বণেও পঞ্চামৃত উৎসর্গ করা হয়৷ পাঁচটি জিনিস দিয়ে তৈরি করা হয় পঞ্চামৃত৷ প্রচলিত বিশ্বাস অনুযায়ী, পঞ্চ অমৃত বা পঞ্চামৃত উত্থিত হয়েছিল সমুদ্রমন্থনে৷ সঠিক অনুপাতে ৫ উপকরণ মিশিয়ে তৈরি করলে এর স্বাদ হয়ে ওঠে অতুলনীয়৷ বলা হয়, এর স্বাস্থ্যগুণও প্রচুর৷ নানান শারীরিক সমস্যা দূর হয়৷ বেড়ে যায় রোগ প্রতিরোধ শক্তিও৷ ভাল থাকে চুল ও ত্বকও৷

জেনে নিন শিবরাত্রির নির্ঘণ্ট

পঞ্চামৃত তৈরি করতে লাগে দই, দুধ, চিনি, মধু ও ঘি৷ একে বলা হয় ‘ঈশ্বরের পানীয়’৷ ৫ চামচ দই, ১ কাপ দুধ, ১ চামচ মধু, ১ চামচ ঘি এবং ১ চামচ চিনির গুঁড়ো দিয়ে তৈরি করা হয় পঞ্চামৃত৷ বড় পাত্রে ভাল করে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে সাজান তুলসিপাতা দিয়ে৷ পঞ্চামৃতে দুধ ও মধু গুরুত্বপূর্ণ৷ দুধ হল পবিত্রতা এবং মধু মিষ্টত্বের প্রতীক৷ ঘি হল জয় এবং চিনি প্রতীক জীবনের আনন্দের৷ অন্যদিকে, দই হল সমৃদ্ধি ও সৌভাগ্যের প্রতীক৷