TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

বাংলায় বাংলার ছেলেমেয়েরা চাকরি পাবেন, জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যে চাকরির ক্ষেত্রে বাংলা ভাষা এবং স্থানীয়দের প্রাধান্য দিতে হবে। আঞ্চলিক ভাষা জানা জরুরি বলেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার মালদহের প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের লোকেদের কর্মসংস্থানের প্রসঙ্গে বলেন, ‘আমি সব রাজ্যের জন্যই বলছি। বাংলা হলে বাংলা রাজ্যের জন্য। বাংলায় যাঁরাই বাস করুন। ভাষায় তিনি রাজবংশী হতে পারেন, কামতাপুরি হতে পারেন। আবার হিন্দি হতে পারে, আমার কোনও আপত্তি নেই। বাংলা ভাষাটা জানতে হবে। বাংলাটা তাঁর ঠিকানা হতে হবে। বিহারে বিহারের লোকেরা পাবেন। নাহলে বিহারের লোকেরা বিহারের সরকারকে ধরবেন। উত্তরপ্রদেশে উত্তরপ্রদেশের লোকেরা পাবেন। নিশ্চয়ই পাবেন। সব রাজ্যেই সেই রাজ্যের ছেলেমেয়েরা যেন কর্মসৃষ্টিতে কর্ম পান।’ তিনি আরও বলেন, রাজ্য সার্ভিসের ক্ষেত্রে যে কমিশন আছে, সেখানে রাজ্যের অন্য জায়গা থেকে এসে ভালো নম্বর থাকায় কেউ চাকরি পেয়ে গেলেন। কিন্তু লোকাল ছেলেমেয়েরা পেলেন না। কারণ তাঁর থেকে নম্বরটা কম। ফলে তিনি যখন সরকারের কোনও জায়গায় গিয়ে কাজ করছেন না, তিনি কিন্তু ভাষাটা জানেন না।’ অনেক সময়ই অভিযোগ আসে, প্রশাসনের বিভিন্ন পদে কর্মরত বহু আধিকারিকই বাংলা ভাষায় পটু নন। অথবা বাংলা ভাষা জানেনই না। ফলে মাঠে নেমে কাজ করতে কিংবা স্থানীয় বাসিন্দাদের সমস্যা সমাধান করতে গিয়ে অনেক সময় মুশকিলে পড়েন তাঁরা। তাই স্থানীয় ভাষা জানাটা ‘মাস্ট’। ‘অন্য ভাষা জানলে কোনও আপত্তি নেই। যেখানে কাজ করবেন, সেখানকার স্থানীয় ভাষা জানা থাকতে হবে। আঞ্চলিক ভাষাটা জানতে হবে। নাহলে জেলায়, ব্লকে কাজ করা যাবে না। ’ মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশও দেন তিনি।

 

বদলে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের নাম? কি হতে চলেছে নতুন নাম

এছাড়াও বৈঠকে উত্তরবঙ্গে কর্মসংস্থান তৈরি এবং বিনিয়োগ টানতে একাধিক পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। সরব হন কেন্দ্রের বঞ্চনা নিয়েও। মুখ্যমন্ত্রীর কথায়, “কেন্দ্র সবসময় আমাদের বঞ্চনা করে। তার পরেও বাংলা এগিয়ে গিয়েছে।”