TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

দুয়ারের সরকারে নাম নথিভুক্ত করলেন এক কোটি মানুষ

বঙ্গ নিউস, ১৯ ডিসেম্বর, ২০২০ঃ এক কোটি মানুষের কাছে পৌঁছে গেল দুয়ারে সরকার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প দুয়ারে সরকার। গত সপ্তাহ থেকে শুরু হয়ে গেছে রাজ্যের প্রতিটি জেলায় প্রতিটি ব্লকে এই প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেন এই প্রকল্প। মাত্র ১৪ দিনের রাজ্যের ৭২২৪ ক্যাম্প থেকে প্রায় এক কোটি মানুষ আবেদন জমা দিয়েছেন।

আরও পড়ুন ৯ বিধায়ক ১ সাংসদ সহ শুভেন্দুর সঙ্গে বিজেপিতে যোগ দিলেন মোট ৪৩ জন নেতা

খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ১০০ দিনের কাজ, জাতিগত শংসাপত্র সহ মোট দশটি প্রকল্প এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয়েছে। সমাজের সর্বস্তরের মানুষের কথা ভেবে দেখা হয়েছে। ১ ডিসেম্বর থেকে কাজ শুরু হয়েছে। চারটে ধাপে কাজ হবে, চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। প্রথম ভাগের কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। দ্বিতীয় ভাগের কাজ চলছে যা চলবে ২৪ শে ডিসেম্বর পর্যন্ত। এরপর শুরু হবে তৃতীয় ভাগ, কাজ চলবে ২ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি পর্যন্ত৷ তারপর শুরু হবে চতুর্থ ভাগ এর কাজ চলবে ১৮ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত৷