TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

নয়া আবিষ্কার! মাত্র ৯০ মিনিটেই জেনে ওমিক্রনে আক্রান্ত কিনা

ওমিক্রনে আক্রান্ত হলে দ্রুত চিকিৎসা শুরু করার জন্য একটি নতুন পদ্ধতি আবিষ্কার করল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, দিল্লির গবেষকরা। ওমিক্রন ভ্যারিয়ান্টের সনাক্তকরণের জন্য একটি নতুন RT-PCR ভিত্তিক পরীক্ষা তৈরি করা হয়েছে। এই পরীক্ষার মাধ্যমে ৯০ মিনিটেই জানা সম্ভব কোনও ব্যক্তি ওমিক্রনে আক্রান্ত হয়েছেন কিনা। গবেষকরা জানিয়েছেন, “পরীক্ষাটি ওমিক্রন ভ্যারিয়ান্টে উপস্থিত নির্দিষ্ট মিউটেশন শনাক্তকরণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা SARS-CoV-2-এর অন্যান্য ভ্যারিয়ান্টে অনুপস্থিত।” তাঁরা আরও জানিয়েছেন, সিন্থেটিক ডিএনএ খণ্ড ব্যবহার করে, পরীক্ষাগুলি অপ্টিমাইজ করা হয় যেখানে ওমিক্রন ভ্যারিয়ান্টকে আলাদা করা হয়।

 

মহুয়া মৈত্র প্রসঙ্গে শুভেন্দু জানালেন তৃণমূল ছাড়ার কারণ

উল্লেখ, বর্তমানে করোনা শনাক্তকরণের জন্য নেক্সট জেনারেশন সিকুয়েন্সিং ভিত্তিক পদ্ধতি ব্যাবহার করা হয়। এই শনাক্তকরণের জন্য। সময় লাগে তিন দিনের বেশি। কুসুমা স্কুল অফ বায়োলজিক্যাল সায়েন্সেস- এর তৈরি দ্রুত স্ক্রীনিং পরীক্ষার জন্য এই পদ্ধতির পেটেন্ট নেওয়ার আবেদন করেছে। সম্ভাব্য শিল্পক্ষেত্রের অংশীদারদের সঙ্গে আলোচনাও শুরু হয়েছে।