TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

প্রয়াত বিখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক

প্রয়াত বিখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। রাজশাহীতে নিজগৃহে সোমবার রাত নটা নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন৷  মৃত্যুকালে বয়স হয়েছিল ৮২ বছর। হাসান আজিজুল হক এর মৃত্যুতে সাহিত্যিমহলে শোকের ছায়া।

বেশ কয়েকদিন ধরেই অসুস্থ ছিলেন।  বার্ধক্যজনিত সমস্যা ছিল। হার্ট ও ডায়াবেটিসের সমস্যাতেও  ভুগছিলেন সাহিত্যিক।  বাড়িতেই চলছিল তাঁর চিকিৎসা। গত ২১ আগস্ট তাঁকে ঢাকায় আনা হয়েছিল এয়ার অ্যাম্বুলেন্সে করে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন ছিলেন প্রায় দিন পনেরো। কিছুটা সুস্থ হওয়ায়  রাজশাহীতে নিয়ে যাওয়া হয় ৯ সেপ্টেম্বর। কিন্তু শেষপর্যন্ত তাঁকে সুস্থ রাখা গেল না৷

 

এয়ারপোর্টে কাস্টমস বাজেয়াপ্ত করল হার্দিক পাণ্ডিয়ার দুটি ঘড়ি

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কার সহ একাধিক পুরস্কারে ভূষিত হাসান আজিজুল হক । রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন৷ লিখেছেন একাধিক গল্প, উপন্যাস ও প্রবন্ধ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মলয় ভৌমিকই জানান, মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে হাসান আজিজুল হককে নিয়ে আসা হবে  দুপুর ১২ টায়। সেখানেই তাঁকে সকলে শেষ শ্রদ্ধা নিবেদন করবেন৷  তারপর শেষকৃত্য সম্পন্ন হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কবরস্থানে।