TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

চিনাদের আর ঢালাও ভিসা নয়: দিল্লি

দিল্লি, ২২ অগাস্ট, ২০২০: এবার পাকিস্তানের মতো কড়াকড়ি হতে চলেছে চিনের ভিসার ক্ষেত্রেও। লাদাখে সীমান্ত বিতর্ক ঘিরে ভারত-চিন উত্তেজনা অব্যাহত। এই পরিস্থিতিতে চিনাদের ভারতে ভিসা ছাড়পত্রের বিষয়টিকে পুনর্বিবেচনা করছে নয়াদিল্লি। বিশেষ করে প্রতিবেশী দেশের সরকারি মন্ত্রণাদাতা, ব্যবসায়ী ও পরামর্শদাতা গোষ্ঠীর সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সমস্ত দিক খতিয়ে দেখার কথা বলা হয়েছে।

আরও পড়ুন করোনা আবহেই গণেশ চতুর্থী, ফল দিয়ে তৈরি মূর্তিতে চমক

সরকারি বিবৃতিতে বিদেশমন্ত্রককে জানানো হয়েছে যেসব চিনের নাগরিক ও সংস্থার সঙ্গে বিতর্ক জড়িত রয়েছে, তাদের কাজকর্মের ওপর সরকারের কড়া নজর থাকবে। এসব ক্ষেত্রে ভিসার ছাড়পত্র দেবে একমাত্র কেন্দ্রীয় সরকার।
আইআইটি, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, জেএনইউ সহ ভারতের নানা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে চিনা প্রতিষ্ঠানের চুক্তি রয়েছে। সেইসব চুক্তিও এবার পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে। তবে, ম্যান্ডারিন ভাষা শিক্ষার ক্ষেত্রে চুক্তির নিয়মবিধি কিছুটা শিথিল হতে পারে।