TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

ঝলমলে আকাশ জানান দিচ্ছে প্রাক শীত পর্ব

আগামী ২৪ ঘণ্টায় বাংলা থেকে পুরোপুরি বিদায় নেবে বর্ষা। রোদ ঝলমলে আকাশ। পরিষ্কার আকাশ। মেঘ নেই। বৃষ্টি আর নেই। মঙ্গলবারের মধ্যে ভারত থেকেই বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।

নিম্নচাপ পুরোপুরি শেষ হতেই আকাশে বাতাসে হেমন্তের আমেজ চলে এসেছে। সপ্তাহের শেষ থেকেই প্রাক শীত পর্ব শুরু হয়ে যাচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

তবে উত্তরবঙ্গে আরও ২৪ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও সর্তকতা নেই রাজ্যে। দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আরো পড়ুন

আবার নিম্নচাপ – পুজোয় ভাসতে পারে কলকাতা

তবে এখন শীত কাল ধীরে ধীরে জানান দেওয়া শুরু করে দিয়েছে। রবিবার থেকেই রাতের দিকে তাপমাত্রা কমছে এবং দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা কমতে পারে। ভোরের দিকে হালকা ঠাণ্ডা। শীতের মেজাজ থাকছে। রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া সারাদিনে।