Home আবহাওয়া রোদ ঝলমলে দশমী, লক্ষীপুজোয় ফের বৃষ্টির পূর্বাভাস

রোদ ঝলমলে দশমী, লক্ষীপুজোয় ফের বৃষ্টির পূর্বাভাস

by banganews

আজ বিজয়া দশমী। মায়ের বিদায় কালে বাঙালির মন ভারাক্রান্ত । পুজোর শুরুটা বৃষ্টি দিয়ে হলেও, অষ্টমী থেকে রোদ ঝলমলে ছিল আবহাওয়া৷ দশমীতেও বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। রোদ ঝলমলে আকাশ সকাল থেকেই।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে আগামী ৪৮ ঘণ্টায় কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, হাওড়া, কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রামে রয়েছে সামান্য বৃষ্টির পূর্বাভাস।

আরও পড়ুন সৌমিত্র চট্টোপাধ্যায় সঙ্কটে, আবারও ভেন্টিলেশনের ভাবনা

তবে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে ২৯ অক্টোবর থেকে । আগের নিম্নচাপ শক্তি বৃদ্ধি করলেও, তা বাংলাদেশের দিকে চলে গিয়েছে। তবে এই নিম্নচাপ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সন্নিহিত আন্দামান সাগরে তৈরি হতে পারে।

You may also like

Leave a Reply!