TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

জরিমানা থেকে বাঁচতে পোষ্ট অফিসের নতুন নিয়ম জেনে নিন

পোস্ট অফিসের নতুন নিয়ম না জানলে আপনাকে জরিমানা দিতে হতে পারে। পোস্ট অফিসের তরফ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। কী বলা হয়েছে সেই নতুন নিয়মে ?

• সেভিংস একাউন্টে মিনিমাম ব্যালেন্স 50 থেকে বাড়িয়ে 500 টাকা করা হলো।
• যদি 500 টাকা কমপক্ষে আপনার অ্যাকাউন্টের না থাকে তাহলে পোষ্ট অফিস আপনার সেভিংস একাউন্ট থেকে 100 টাকা জরিমানা হিসেবে কেটে নেবে।
• আর্থিক বছরের শেষ দিন জরিমানা কেটে নেওয়া হবে
• জিরো ব্যালেন্স থাকলে এমনিতেই সেই অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে৷
• একাউন্ট খোলার পর এখন থেকে ব্যাঙ্কের মতই চেকবুক এবং এটিএম পরিষেবা পাবেন পোস্ট অফিসে।

 

অবশেষে সংকটমুক্ত মঙ্গলবার হাসপাতাল থেকে ছুটি পাবেন বুদ্ধদেব ভট্টাচার্য

 

কিন্তু কেন এই নিয়ম?
পোস্ট অফিস ডিরেক্টরের দাবি 50 টাকা মিনিমাম ব্যালেন্স থাকায় প্রত্যেক বছর 2800 কোটি টাকা লোকসান করছে। তাই এই নতুন নিয়ম চালু করা হল। পোস্ট অফিসের একাধিক ইউনিয়ন বিরোধিতা করেছেন, জানিয়েছেন, পোস্ট অফিসের একাউন্ট যাদের তারা অনেকেই গ্রামের মানুষ। দশগুণ বেশি রাখা তাদের অসুবিধে৷