অবশেষে সংকটমুক্ত পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। শুক্রবার তাকে ভেন্টিলেশন মুক্ত করা হয়েছে৷ স্ত্রী এবং মেয়ের সঙ্গে তিনি কথা বলেন। শনিবার বুদ্ধদেব ভট্টাচার্যের শরীর অনেকটাই ভালো ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। আগামী সোমবার মঙ্গলবার তাকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে, এমনটাই জানা যাচ্ছে উডল্যান্ড হাসপাতালে সূত্রে।
এখনো তাকে বাইপ্যাপ ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। তরল জাতীয় খাবার খাওয়ানো হচ্ছে। তবে বিভিন্ন পরীক্ষার রিপোর্ট ভালো এসেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুদ্ধদেব ভট্টাচার্যের শরীরে অক্সিজেনের মাত্রা যথেষ্ট রয়েছে। কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ অনেকটাই নিয়ন্ত্রিত।
মহিলাদের সুরক্ষায় ক্যারাটে প্রশিক্ষণ
এর পরের ধাপে তাকে রাইলস টিউব মুক্ত করা হবে। রবিবার পর্যন্ত চলবে এন্টিবায়োটিক। হাসপাতালে বেশি দিন থাকলে তিনি ফের অন্য কোন রোগে সংক্রামিত হতে পারেন। এই পরিস্থিতিতে করোনার ভয়ে রয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতাল থেকে তাকে ছুটি নিতে চাইছেন চিকিৎসকরা।