TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

গাড়ির লাইসেন্স সহ দরকারি নথি এবার দেখা যাবে অ্যাপ থেকেই

নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর ২০২০ :  গাড়ির লাইসেন্স সহ জরুরি কাগজপত্র সঙ্গে রাখতে ভুলে যাওয়ায় অনেক সময়ই চরম হয়রানির শিকার হতে হয় বাইক আরোহী বা গাড়িচালকদের। তাড়া থাকলেও অনেক সময় গন্তব্যে সময়মতো পৌঁছনো যায় না রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে হাতেনাতে কাগজপত্র দেখাতে গিয়ে। সেই ঝঞ্ঝাট থেকে মুক্তি মিলবে এবার।

আরও পড়ুন রাজ কাপুর এবং দিলীপ কুমারের পৈতৃক বাড়ি কিনছে পাকিস্তান সরকার

১ অক্টোবর থেকে যানবাহন সংক্রান্ত নিয়ম সংশোধন করছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক। ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইনসিওরেন্স পেপার ও পলিউশন সার্টিফিকেটের মত জরুরি নথিপত্র আপলোড করে রাখা যাবে কেন্দ্রীয় সরকারের ‘DIGI-LOCKER’ বা ‘M-PARIVAHAN’ অ্যাপ-এ।
করোনা আবহে স্পর্শ এড়িয়ে ড্রাইভিং লাইসেন্স সহ একাধিক গুরুত্বপূর্ণ কাগজ পোর্টালের মাধ্যমে তদারকি করতে দুপক্ষেরই সুবিধা হবে।

আরও পড়ুন ‘বালিকা বধূ’ পরিচালক এখন সবজি বিক্রেতা

ইতিমধ্যেই রাজ্য পরিবহন বিভাগ ও ট্রাফিক পুলিশের কাছে কেন্দ্রের তরফে নির্দেশ এসেছে। জানা গেছে, রাস্তায় প্রত্যেক ট্রাফিক পুলিশকর্মীর হাতে একটি ডিভাইস থাকবে। সেই ডিভাইসে গাড়ির রেজিস্ট্রেশন নম্বর লিখলেই গাড়ি সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে।