TheBangaNews.com | Read Latest Bengali News | Bangla News | বাংলা খবর | Breaking News in Bangla from West Bengal

সোমবার মধ্যরাতে লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘর্ষ হলে এক ভারতীয় অফিসার ও দুই সেনার মৃত্যু হয়।

সোমবার মধ্যরাতে লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘর্ষ হলে এক ভারতীয় অফিসার ও দুই সেনার মৃত্যু হয়। এই ঘটনার জন্য বেজিংয়ের পক্ষ থেকে ভারতকেই দোষারোপ করা হয়েছে।চীন অভিযোগ করে যে ভারতীয় সেনা সীমান্ত পেরিয়ে নাকি চিনা সেনাদের আক্রমণ করেছে। এক আন্তর্জাতিক সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে। চীনের একটি সংবাদ মাধ্যম টুইটারে সে দেশের পররাষ্ট্র মন্ত্রকের উদ্ধৃত করে বলেছে যে সোমবার ভারতীয় সেনারা দুবার অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছে। এর ফলে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছিল।

আরো পড়ুন – প্রায় একশো বছর আগে ঘটে যাওয়া ‘স্প্যানিশ ফ্লু’র স্মৃতি উস্কে দিল একবিংশ শতকের মহামারী ‘করোনা’

প্রসঙ্গত,প্রায় 45 বছর পর এই প্রথমবার ইন্দো-চীন সীমান্ত রক্তপাত ঘটলো। বেশ কিছুদিন ধরেই সীমান্তের এই অঞ্চলে অশান্তির আবহ ছিল। খবরে প্রকাশ, সোমবার মধ্যরাতে দু’পক্ষের মধ্যে তীব্র গুলির লড়াই হয়। এদিকে পরিস্থিতি মোকাবিলা করতে সীমান্তে দু’দেশের উচ্চপদস্থ আধিকারিকদের বৈঠক শুরু হয়েছে। সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে এবং শান্তি বজায় রাখতে চীন ও ভারত দু’পক্ষই সম্মত হয়েছে।আলাপ-আলোচনার মধ্য দিয়েই এই কাজ করা যেতে পারে বলে এখনো দু’পক্ষই বিশ্বাস করছে।